Logo
Logo
×

সারাদেশ

নারী উদ্যোক্তার অভিযোগ

চাঁদা না দেওয়ায় গাজীপুরে কারখানায় হামলা, লুটপাট

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

চাঁদা না দেওয়ায় গাজীপুরে কারখানায় হামলা, লুটপাট

গাজীপুরে বাসন থানাধীন নাবানার মোড় এলাকায় এক নারী উদ্যোক্তার নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ার জেরে এ হামলা করা হয় বলে রোববার গাজীপুর প্রেস ক্লাবে উদ্যোক্তা লুৎফা বেগম অভিযোগ করেন। 

তিনি বলেন, একদল  দুর্বৃত্ত তার নির্মাণাধীন কারখানাসহ বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। এতে তার কারখানা ও বাসাবাড়ির প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া তার স্বামীসহ পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নারী উদ্যোক্তা বাসন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো তাকে গ্রেফতারের ভয় দেখিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

আরও অভিযোগ করেন, দুর্বৃত্তদের প্রাণনাশের হুমকিতে তার পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার স্বামীর পাসপোর্টসহ অন্য মূল্যবান কাগজপত্র ওই বাড়িতে আটকা পড়ায় তার স্বামীকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারছেন না। 

তবে স্থানীয়রা জানান, লুৎফা বেগম ভাড়াটে লোকজন নিয়ে জোরপূর্বক অন্যের জমির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করেন। এতে কিছু স্থানীয় ব্যক্তির সঙ্গে ওই নারীর লোকজনদের মারামারি হয়। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়।   

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, স্থানীয়দের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। নারী উদ্যোক্তা এলে তার অভিযোগও নেওয়া হবে বলে জানান ওসি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম