ছাত্রদের দাবির মুখে ভৈরব থানার ওসিকে বদলি
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের অভিযোগ ও দাবির মুখে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসানাত উল্লাকে বদলি করা হয়েছে।
শনিবার রাতে তাকে বদলির নির্দেশ আসে থানায়। দুই মাস আগে ১৪ সেপ্টেম্বর তিনি পদায়ন হয়ে ভৈরব থানায় যোগদান করেছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শরিফুল হক জয় বলেন, ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসানাত উল্লাহর কর্মকাণ্ড ভালো ছিল না। তার বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে ১৩টি অভিযোগ দিয়েছি এসপির কাছে।
অভিযোগের মধ্যে রয়েছে ভৈরবের সন্ত্রাসীসহ গুরুতর অপরাধী, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে ছোটখাটো মামলা দিয়ে আদালতে চালান দেওয়ার পর তারা সহজেই জামিনে বের হয়ে যায়।
ওসি পৌরসভার দুটি ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পেয়ে নাগরিকদের নানা কাজে হয়রানি করছে। একটি হত্যা মামলার প্রধান আসামিকে না ধরে ২৭নং আসামি আবুল কালামকে গ্রেফতার করেন। অথচ তিনি (কালাম) হত্যার সঙ্গে জড়িতই ছিলেন না। পুলিশ ক্লিয়ারেন্স দিতেও তিনি মানুষকে হয়রানি করেন, এমন অসংখ্য অভিযোগ রয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসানাত উল্লাহ বদলির বিষয়টি স্বীকার করে বলেন, মঙ্গলবার থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালামকে গ্রেফতার করার পর ছাত্ররা তাকে ছাড়াতে থানায় আসে। আমি হত্যা মামলার আসামি ছাড়তে রাজি না হওয়ায় ছাত্ররা আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ করে আমাকে বদলির দাবি করে। আমি কোনো অনৈতিক কাজ করিনি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ভৈরব থানার ওসির বদলি স্বাভাবিক ঘটনা। প্রশাসনিক কারণে জনস্বার্থে তাকে কিশোরগঞ্জের পুলিশ লাইনে বদলি করা হয়েছে।