Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতন দাবি

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের আবার সড়ক অবরোধ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের আবার সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের সারাবো এলাকায় দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। রোববার সকাল ৯টা থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ শুরু করেন। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় দিকে যানজটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) শ্রমিকদের বিক্ষোভ চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ ও কারখানার শ্রমিকরা বলেন, সারাবো এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ওই পার্কে পোশাক কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪১ হাজার লোক কাজ করেন। এরমধ্যে পোশাক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না।

এই দাবিতে শ্রমিকরা শনিবার সকাল থেকে রাত সোয়া ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে তারা অবরোধ তুলে নিলেও রোববার সকাল ৯টায় আবার ওই সড়ক অবরোধ করেন। এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন তারা। শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বেতন পাওয়ার আশ্বাস না পেলে মহাসড়ক ছাড়বেন না বলে জানান শ্রমিকরা।

বেক্সিমকোর শ্রমিক ফজলুল হক বলেন, আন্দোলন ছাড়া কয়েক মাস ধরে বেতন পাচ্ছি না। এভাবে প্রতি মাসে বেতন নিতে ভালো লাগে না। আরেক শ্রমিক কাজিমুদ্দিন বলেন, বেতন না দিলে সড়ক থাইকা যাইতাছি না।

সড়ক অবরোধ করায় যানজটে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন। তবে উত্তরবঙ্গের যানবাহন বিকল্প হিসাবে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে।

ওসি সাইফুল ইসলাম বলেন, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলছেন।

জানা গেছে, অক্টোবরের বেতনের দাবিতে বৃহস্পতিবার থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। শুক্রবার কারখানা বন্ধ থাকায় সে দিন আন্দোলন হয়নি। শনিবার থেকে আবার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম