Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে কৃষক হত্যায় ৮ জনের যাবজ্জীবন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

দুর্গাপুরে কৃষক হত্যায় ৮ জনের যাবজ্জীবন

দুর্গাপুরে মো. আবদুর রফিক ওরফে রহিত (২৮) নামে কৃষক হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রে মো. আবদুর রফিক ওরফে রহিত (২৮) নামে কৃষক হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি যুগান্তরকে জানান, যাবজ্জীবন রায়ের পাশাপাশি হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুম করার দায়ে ওই আটজনকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সাজাপ্রাপ্তরা হলেন ওই উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের ইসমাইল মিয়া, কাজল মিয়া, মজিবর রহমান, আশ্রাব আলী, ছামেদুল মিয়া, শাহজাহান মিয়া, নজরুল মিয়া ও নুরুল আমীন।

নিহত আবদুর রফিক গাঁওকান্দিয়া ইউনিয়নের পশ্চিম নন্দেরছড়ি গ্রামের মো. আবদুল মোতালেবের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৪ জানুয়ারি বের হয়ে নিখোঁজ হন রফিক। পরদিন বিকালে স্থানীয় চিনাকুড়ি বিলে তোতা মিয়ার একটি বোরো খেতে মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম