চাঁদপুরে সিভিল সার্জনের পদত্যাগের দাবি বিএনপির
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে মানববন্ধন করেন।
এ সময় নেতারা তাদের বক্তব্যে বলেন, শনিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে ফোন কেটে দেন সিভিল সার্জন।
সম্প্রতি চাঁদপুর সদর হাসপাতালে দালালদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভূঁইয়া আহত হয়। হামলাকারী ও দালালদের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাইলে সৌজন্যমূলক আচরণ না করে মুঠোফোনে বাগবিতণ্ডা করেন সিভিল সার্জন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন যুগান্তরকে বলেন, ‘জেলা বিএনপির সম্মানিত সভাপতি শুক্রবার আমাকে ফোন দেন। অপরিচিত নাম্বার ও কোন পরিচয় দেননি। এ সময় জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার বাড়ি কোথায় জানতে চান। তিনি আমার ওপর কেন মাইন্ড করলেন বুঝতে পারছি না। পরে আমি ওনাকে ফোন দিয়েছি কিন্তু তিনি আর ফোন রিসিভ করেননি।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আ. কাদির ব্যাপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।