Logo
Logo
×

সারাদেশ

ভারতীয় কম্বল পাচার সংশ্লিষ্টতায় পুলিশ সদস্য আটক

Icon

নেত্রকোনা ও কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

ভারতীয় কম্বল পাচার সংশ্লিষ্টতায় পুলিশ সদস্য আটক

নেত্রকোনার কলমাকান্দায় ভারত থেকে অবৈধপথে আনা কম্বল পাচারের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী।  এ সময় ৩৫২ পিস কম্বল জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে জেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- পুলিশ কনস্টেবল মো. আল আমিন মিয়া (৩০) ও আব্দুল আলিম (৪৫)। 

কনস্টেবল মো. আল আমিন মিয়া বর্তমানে কলমাকান্দা থানায় কর্মরত। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে। অন্যদিকে আব্দুল আলিম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ধইরাকণা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় একটি ট্রাক, দুটি মোটরসাইকেল, একটি ড্রাইভিং লাইসেন্স, তিনটি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয় পত্র, একটি মানিব্যাগ, বেশকিছু কাগজপত্রসহ নগদ ৩৭৩ টাকা জব্দ করা হয়েছে।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর জিসানুল হায়দার। 

তিনি জানান, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কলমাকান্দা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় কলমাকান্দা সদর ইউনিয়নে খাসপাড়া এলাকা থেকে ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি ট্রাক আটক করে সেনা সদস্যরা।

ঘটনায় সংশ্লিষ্টতা থাকার সন্দেহে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করে সেনা দলটি। আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই সেনা কর্মকর্তা।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পুলিশ কনস্টেবলসহ কম্বল আটকের বিষয়টি শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কনস্টেবলের নাম ও পরিচয়ের বিষয়টি অবহিত করলে তার থানায় কর্মরত পুলিশ সদস্য বলে নিশ্চিত করেন ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম