মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
একাত্তরের লক্ষ্য অর্জিত না হওয়ায় ২৪ শে গণ-অভ্যুত্থান
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫০ এএম
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘৭১ সালে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু দুঃখের বিষয়, একাত্তরের কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়ায় ২৪ শে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। এ জন্য আমাদের ২০২৪ সালে এসে বলতে হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, আরেকবার স্বাধীন। এই স্বাধীনতা আমাদের টিকিয়ে রাখতে হবে। শহিদ পরিবারের কষ্ট আমরা কাউকে বলে বোঝাতে পারব না। বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। আমরা শহিদ ও আহত পরিবারের পাশে থাকব। যদি আমাদের কোনো গাফিলতি হয়, তাহলে আপনারা আমাদের প্রশ্ন করবেন। এটা অপনাদের অধিকার।
শনিবার দুপুরে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মৎস্য উপদেষ্টা।
তিনি আরও বলেন, আবু সাঈদ সাহসের প্রতীক হয়ে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছে। তার সাহস আন্দোলনে অংশগ্রহণ করতে অন্যদের অনুপ্রাণিত করেছে। তাদের বীরত্বের কাছে আমরা মাথা নত করি। তারা আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে।