সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন
জনগণ আর কখনো কোনো স্বৈরাচারের সম্মুখীন হতে চায় না
সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা চাইনা এ দেশের জনগণ আর কখনো কোনো স্বৈরাচার সরকারের নির্যাতনের সম্মুখীন হোক। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশাব্যক্ত করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার
সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন
তিনি।
ব্যারিষ্টার খোকন বলেন, গত ১৬ বছরে আওয়ামী
লীগ সরকারের আমলে চাটখিল-সোনাইমুড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী গুম ও খুন
হয়েছে। প্রায় ২৫ হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খেটেছেন এবং আর্থিকভাবে অনেকে জর্জরিত।
মামলাগুলো এখনো শেষ হয়নি, মামলাগুলো শেষ করার জন্য আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন
তিনি। আওয়ামী লীগের আমলে যেসব চিহ্নিত সন্ত্রাসী, সে যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায়
এনে বিচারের ব্যবস্থা করা হোক।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে
ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার কোনো ফাঁদে পা বাড়াবে
না শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ি উপজেলা
বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল।
বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির
সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা বিএনপি অ্যাডভোকেট আব্দুর
রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সানী, সোনাইমুড়ি পৌরসভা বিএনপি
আহবায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, নোয়াখালী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দিদার
হোসেন দিদার, সোনাইমুড়ি পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, সদস্য
সচিব আব্দুল গনি পাটোয়ারী মামুন, মাসুদুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাকসুদ আলম
প্রমুখ।