Logo
Logo
×

সারাদেশ

মনোহরদীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

মনোহরদীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

মনোহরদীতে ফজলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেৌলতপুর  ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে। মনোহরদী  থানার ওসি জুয়েল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফজলুর রহমান একই উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে অটোরিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। চোর সন্দেহে হত্যার পর পাশের গ্রামের খোকা মিয়ার পুকুর পাড়ে লাশ ফেলে রেখে যায় আমির হোসেন।

এ বিষয়ে নিহতের স্বজনের সঙ্গে কথা বললে তারা জানান, ফজলুর রহমানের কোন সময় চুরির স্বভাব ছিল না। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস থেকে আসার পর সে কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিল। এমনিতে তার কোনো শত্রু ছিল না। এখন কি কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারতেছি না। থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার কারণ উদঘাটন করলেই বোঝা যাবে তাকে কেন মারা হলো।

এ বিষয়ে মনোহরদী থানার ওসি জুয়েল হাসান বলেন, চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদনে্তর নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম