Logo
Logo
×

সারাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ওভার ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। 

নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।

নিহতের বড় ভাই হালিম বেপারী বলেন, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে আলাউদ্দিন অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে নিমতলা থেকে একজন তাকে জানান, মহাসড়কের পাশে লাশ পরে আছে। এখানে এসে দেখি আমার ভাইকে কারা যেন হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে।  ময়নাতদন্তর জন্য মুন্সীগঞ্জ  সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম