Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা

কক্সবাজারের চকরিয়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি ও এবি পার্টির নেতা সাংবাদিক গিয়াস উদ্দিনকে। 

গত ১৩ নভেম্বর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া ওই মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর আসামি করা হয়েছে গিয়াস উদ্দিনকে। 

গিয়াস উদ্দিন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পেকুয়া উপজেলা কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য। এছাড়া তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি এবং দীর্ঘ দুই যুগ ধরে তিনি সাংবাদিকতা করে আসছেন।

নাশকতা মামলায় আসামি হওয়ার প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন— গত ১৩ নভেম্বর চকরিয়া থানায় দায়ের করা ফ্যাসিবাদি আমলের লীগের নেতাদের সঙ্গে আমাকেও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এর পর আরেক স্ট্যাটাসে লেখেন— তাকে মামলার আসামি করার পেছনে কারা রয়েছেন তাদের ব্যাপারে অনুসন্ধান চলবে। 

চকরিয়া থানা পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা নামক স্থানে গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেন চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী।

মামলায় কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মহাসড়কে ইজিবাইক ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ডের দায়ে মামলাটি রুজু করেন ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক। তবে এজাহারে কারা আসামি হয়েছেন তা তিনি জানেন না। 

এদিকে বাদী আমির আলীর কাছে জানতে চাওয়া হয় মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর আসামির নাম এবং তার বাড়ি কোথায়? এই প্রশ্ন করা হলে তিনি (বাদী) জরুরি কাজে ব্যস্ত আছেন বলে মোবাইলফোন কেটে দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম