পরকীয়ায় বাধা হওয়ার চরম পরিণতি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:১০ পিএম
পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় রৌমারীর টাপুরচর হাজির হাট গ্রামে বৃহস্পতিবার রাতে আরফিন নামে এক গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা।
শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেছেন।
আসামিরা হলেন- আরফিনের স্বামী মো. হাফিজুর রহামন, শ্বশুর আব্দুল আজিজ, ভাশুর সাইদুর ও তার স্ত্রী রিপিয়া খাতুন, দেবর ছায়দার রহমান ও তার স্ত্রী রুনা বেগম, দেবর ছামছুল প্রমুখ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, ৬ বছর আগে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার হাজিরহাট গ্রামের আ. আজিজের পুত্র হাফিজুর রহমান ওরফে ফটিকের (২৫) সঙ্গে ঠাকুরগাঁ জেলার আজগর আলীর মেয়ে আরফিন খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
হাফিজুর রহমান ওরফে ফটিক এক নারীর সঙ্গে দীর্ঘদিন থেকেই পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি জানতে পেরে আরফিন বাধা দেয়। এ নিয়ে একাধিকবার আরফিন ও ওই নারীর সঙ্গে ঝগড়া হয়। পরে উভয়ে যার যার বাবার বাড়িতে চলে যান। কিছুদিন পর বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার বাদ আসর আরফিনের সঙ্গে ওই নারীর মধ্যে ঝগড়া বাধে এবং এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়।
এ সময় আরফিনকে বাড়ির লোকজন মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে। পরে তাকে রৌমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সবাই গা ঢাকা দেয়।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।