দেশের প্রথম স্টেশন জগতি চালুর দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম
বাংলাদেশের প্রথম দিককার রেলস্টেশন জগতিতে আবারও আন্তঃনগর ট্রেন থামানো ও স্টেশন আধুনিকায়নসহ ছয় দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
শুক্রবার বিকাল থেকে জগতি রেল স্টেশনে ট্রেনটি আটকে রাখা হয়।
বিক্ষোভকারীরা বলছেন, আজকে থেকেই জগতি রেল স্টেশনে মেইল ট্রেনের যাত্রাবিরতি দিতে হবে। অন্যথায় কোনোভাবেই বেনাপোল এক্সপ্রেসকে জগতি ক্রস করতে দেওয়া হবে না। জগতি রেলস্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকে ছয়টি দাবি জানানো হয়।
পরে স্থানীয়রা ৪টা ৫৬ মিনিটে স্টেশন অতিক্রম করার সময় বেনাপোল এক্সপ্রেসটি আটকে দেন।
ছয়টি দাবি হলো- জগতি রেল-ভবনের সংস্কার করতে হবে, জগতি রেলস্টেশনকে আধুনিকায়ন করতে হবে, বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে ওই এলাকাবাসীকে সব যাত্রা বা ভ্রমণের ব্যবস্থা করতে হবে, জগতি স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করতে হবে, জগতি রেলস্টেশনের প্রথম রেল ভবনকে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং জগতি রেলস্টেশনের পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন থামানোর ১০ মিনিট পর থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করছে রেল কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন ছেড়ে দেন বিক্ষোভকারীরা।
বিষয়টি নিয়ে রেলওয়ের খুলনা বিভাগের গার্ড (গ্রেড-২) ও আটকে থাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক মাহবুব ইসলাম বলেন, কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের দাবিগুলো জানানো হয়েছে। কর্তৃপক্ষ সেগুলো পূরণ করার আশ্বাস দিয়েছে।