Logo
Logo
×

সারাদেশ

জামায়াতে ইসলামী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়: ডা. তাহের

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

জামায়াতে ইসলামী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে থাকবে না শোষণ বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে সবাইকে সে অধিকার প্রদান করা হবে।

তিনি বলেন, ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকল না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হলো শোষণ ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট ধরে রাখতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগস্টের শহিদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের এসব কথা বলেন।

পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, শহিদ সাহাবউদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ।

সম্মেলনে স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ১৮ বছর বিভিন্ন মামলায় কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

ডা. তাহের বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যদি ভালো হয়ে যান, তাহলে আমাদের সব সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে উঠার চেষ্টা করেন, সে পরিণাম ভালো হবে না।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওত পেতে রয়েছে। 

ডা. তাহের বলেন, শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। সেখানে বসে বসে, দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনি (শেখ হাসিনা) যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে গোপনে যেভাবে দেশত্যাগ করেছেন, আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পণ করুন। আদালত আপনার ন্যায়-অন্যায়ের সব বিচার করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম