Logo
Logo
×

সারাদেশ

বিস্ফোরক মামলায় গৌরীপুর কৃষকলীগ ও আ.লীগ নেতা গ্রেফতার

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

বিস্ফোরক মামলায় গৌরীপুর কৃষকলীগ ও আ.লীগ নেতা গ্রেফতার

বিস্ফোরক আইনে করা মামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক এবং মইলাকান্দা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। 

গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেফতার সিরাজুল ইসলামকে বৃহস্পতিবার ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিককে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ কর্মী নান্দাইল উপজেলার নবীয়াবাদ গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে আবুল কাসেম ও ছাত্রলীগ কর্মী নান্দাইল উপজেলার সিংরাইল গ্রামের স্বপন মিয়ার ছেলে সাগর মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মিছিলে উপজেলার শ্যামগঞ্জ বাজারে হামলার ঘটনায় ফকির ছায়েদ আল মামুন শহীদ বাদী হয়ে মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি শফিক ও সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে। ১৩ আগস্ট মামলাটি গৌরীপুর থানায় এফআইআর ভুক্ত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম