নিখোঁজের ১০ দিন পর ভারত থেকে এলো এরশাদুলের লাশ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
নিখোঁজের ১০ দিন পর ভারত থেকে লাশ এলো যুবকের। শুক্রবার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার লাশ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম এরশাদুল। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে। গত ৫ অক্টোবর বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ ছিলেন। তিনি উলিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে যাওয়ার পর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এদিকে পরিবারের লোকজন এরশাদুলের বাড়ি না ফেরার কথা জানিয়ে উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একপর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া লাশের ছবি দেখে তার পরিবার বিষয়টি জানতে পারে।
পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এরশাদুলের লাশ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়।
লাশ হস্তান্তরের সময় দুদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।