ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ
৯৮ দিন পর লালমনিরহাটে শহিদ মিরাজের লাশ উত্তোলন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
৯৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মিরাজ খানের। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ভোরে তার লাশ উত্তোলন করা হয়।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা গ্রামের বাড়ির কবর স্থানে এনে আবারও কবরস্থ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কাওসার হোসেন জানান, ভিকটিম মিরাজের বাবা দায়ের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।
৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে ঢাকার যাত্রাবাড়িতে আহত হয় মিরাজ। পরিবার ও আত্বীয়স্বজনরা ঢাকায় মেডিকেলে ও ক্লিনিকে অপারেশন করানোর জোর চেষ্টা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় রংপুর মেডিকেলে নিয়ে আসেন। পরে সেখানে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক সংসদ-সদস্য মোতাহার হোসেন, সাবেক সংসদ-সদস্য নুরুজ্জামান আহমেদ (সাবেক সমাজল্যাণমন্ত্রী) ও সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ মোট ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪শ জনকে আসামি করা হয়েছে।