Logo
Logo
×

সারাদেশ

মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মেরিন ড্রাইভের উখিয়ার ইনানী মধ্য নিদানিয়া সংলগ্ন বেলি হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।

নিহত ম্যাগ্রিন ড্যানিয়েল পল (৪৯) অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি সাউথ সিডনির কিয়ামা অঞ্চলের অধিবাসী। তার পাসপোর্ট দেখে ধারণা করা হচ্ছে, তিনি ১ নভেম্বর বাংলাদেশে প্রবেশ করেন। আর ভিসার মেয়াদ ১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। কিন্তু এক এন্ট্রিতে ৩০ দিন অবস্থান করতে পারার অনুমতি ছিল।  

স্থানীয়দের দেওয়া তথ্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানান, কক্সবাজার সদর থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে টেকনাফের দিকে যাচ্ছিলেন ম্যাগ্রিন ড্যানিয়েল পল। বেলা সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভের উখিয়ার ইনানী মধ্য নিদানিয়া সংলগ্ন বেলি হ্যাচারির সামনে পৌঁছামাত্র দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় আরেকটি দ্রুতগতির মোটরসাইকেল তার গায়ের ওপর দিয়ে চলে গেলে তার হাত, পেট, মুখ গুরুতর জখম হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ইনানী পুলিশ ফাঁড়ি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

ম্যাগ্রিন ড্যানিয়েল পল কি জন্য কক্সবাজার এসেছেন- তার সঙ্গে আর কারা কারা রয়েছেন বা কোথায় উঠেছেন সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। সবকিছু জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন এসপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম