Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণে সহযোগিতার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীকে জেল হাজতে প্রেরণ

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

ধর্ষণে সহযোগিতার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীকে জেল হাজতে প্রেরণ

খুলনার ডুমুরিয়া উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণ চন্দ্রকে আদালতে আনা হলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুজ্জামান এ আদেশ দেন। এর আগে দুপুর ১টার দিকে তাকে আদালতে ওঠানোর সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দেয়।

এক পর্যায়ে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের গায়ে ডিম ছুড়ে মারে উত্তেজিত জনতা। মামলার আরেক আসামি ইমরানকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি মাসে তৎকালীন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকাকালীন তাকে ফিল্মি স্টাইলে অপহরণ করে এজাজের সঙ্গীরা। এসব ঘটনায় সহযোগিতা করেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সেই ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারী।

গত ৬ অক্টোবর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ণ চন্দ্রকে আটক করে বিজিবি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম