বামনায় গৃহকর্ত্রীকে হত্যা করে স্বর্ণালংকার ও দলিল লুট
যুগান্তর প্রতিবেদন, বরগুনা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম
বরগুনার বামনায় মোসা. ফাতেমা বেগম (৬৮) নামে এক গৃহকর্ত্রীকে ফাঁস দিয়ে হত্যা করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, দলিল ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের খোরশেদ জোমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোসা. ফাতেমা বেগম খোরশেদ জোমাদ্দারের স্ত্রী।
বামনা থানার ডিউটি অফিসার এএসআই জলিলুর রহমান বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন লোক এসে ডাকাডাকি করলে ফাতেমা বেগমের স্বামী খোরশেদ জমাদ্দার দরজা খুলে দেন। এ সময় তারা ঘরে ঢুকে খোরশেদ জমাদ্দার (১০৫) ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেঁধে ফেলে। ফাতেমা বেগমকে বাঁধতে গেলে তিনি তাদের চিনতে পারেন। এ কারণে ফাতেমা বেগমের গলায় চিকন ফিতা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে। পরে তারা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার, কয়েকটি দলিল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
খোরদেশ জোমাদ্দার বলেন, আমাদের দুজনকে দুই জায়গায় বেঁধে রাখে দুর্বৃত্তরা। আমার ধারণা, আমার স্ত্রী কাউকে চিনতে পেরেছে। এ কারণে তাকে ফাঁস লাগিয়ে হত্যা করেছে। সকালে বাড়ির লোকজন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে আমাদের হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে বামনা থানায় খবর দিলে পুলিশ এসে আমার স্ত্রীর লাশ উদ্ধার করে।
বামনা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ডাকাতি না চুরির ঘটনা- এখনো বোঝা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।