Logo
Logo
×

সারাদেশ

বিএনপির সাবেক এমপি আমিনুলের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

বিএনপির সাবেক এমপি আমিনুলের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা করে জমি দখলের অভিযোগ করেছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ অভিযোগ করা হয়।

তৃণমূল বিএনপি নেতাকর্মীর ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী পরিবারের সদস্য মাহফুজুর রহমান শাওন, লিপি হক, রেজিয়া বেগম, পিংকি খাতুন, নাচোল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাফেক আলীসহ অন্যরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নাচোল উপজেলার জামতলা বাজারে ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম; কিন্তু দীর্ঘদিন ধরেই জমি দখলের পাঁয়তারা করছেন আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছত্রছায়ায় তার সহযোগী জমশেদ আলী রঞ্জু। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর জোরপূর্বক ভাঙচুর ও দোকানঘর উচ্ছেদ করে তারা। বাধা দিতে গেলে নারীদের ওপর হামলা চালায়।

বক্তারা আরও বলেন, ১০ মাস আগেও একইভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। এসব দখল মারধরের কাজে মদদ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। ভাঙচুর ও দখলের পর এখনো নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও তার লোকজন। পাশাপাশি সাবেক এমপি আমিনুল ইসলামের লোকজন থানায় গিয়ে জোরপূর্বক মিথ্যা মামলা করেছে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম মোবাইল ফোনে জানান, এ কথা যদি লিখেন তাহলে আমি বক্তব্য দেব না।

পরে তিনি জানান, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই, আপনারা সত্যতা বিচার করে লিখিয়েন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম