চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা
জাতীয় পদকপ্রাপ্ত কৃষক নুরুন্নাহার ও তিন ছেলে গুলিবিদ্ধ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
ঈশ্বরদীতে চাঁদা না পাওয়ার জেরে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক নুরুন্নাহার বেগম ও তার সন্তানদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় নুরুন্নাহার ও তার তিন ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া মাস্টারের মোড় এলাকায় এ হামলা হয়।
সূত্র জানায়, গত শুক্রবার মানিকনগরে আলতাফ শাহ’র মাজারে ওরসের নামে স্থানীয় বিএনপি নেতা বাবু মালিথার ছেলে যুবদল কর্মী বাপ্পি মালিথার নেতৃত্বে একদল যুবক চাঁদা আনতে যায় নুরুন্নাহারের বাড়িতে। ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে নুরুন্নাহার ৩ হাজার টাকা দেন। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে রাব্বি মালিথা নুরুন্নাহারকে ওরস শেষে ৫ লাখ টাকা চাঁদা না দিলে হত্যার হুমকি দেন। মঙ্গলবার নুরুন্নাহারের বড় ছেলে রায়হান কবির হিরোক নিজ কর্মস্থল থেকে ফেরার পথে মাস্টারের মোড় এলাকায় আরিফ বাঙ্গালের নেতৃত্বে বাবু মালিথা, তার ছেলে রাব্বি মালিথা ও রাজিব মালিথাসহ কয়েকজন হিরোককে অপহরণের চেষ্টা করে। এ সময় হিরোকের ডাক-চিৎকারে অপহরণে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। এই খবরে নুরুন্নাহার, তার অপর দুই ছেলে মনিক ও মিশুকসহ অন্যরা হিরোককে উদ্ধার করতে গেলে নুরুন্নাহার ও তার অপর দুই ছেলের ওপর এলোপাতাড়ি গুলি চালায় আরিফ বাঙ্গাল ও বাপ্পি মালিথা। পরে হিরোকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বাপ্পির ভাই রাজিব মালিথাসহ অন্যরা। এ বিষয়ে আরিফ বাঙ্গাল ও বাপ্পি মালিথার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানা পুলিশের ওসি শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।