শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি সুমন মিয়াকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ রায় প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবী জানান, ২০২১ সালের ১৮ জুলাই কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিসপুর গ্রামে শিশুটিকে তার দাদির জন্য ডাল দেওয়ার কথা বলে সুমন মিয়া তাকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নিয়ে যায় এবং পরে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার বাদী হয়ে ২০২১ সালের ১৯ জুলাই একটি মামলা করেন।
শুনানি শেষে আদালত সুমন মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘৃণ্য কাজের এমন দৃষ্টান্তমূলক রায় হয়ে সমাজে অপরাধের প্রবণতা কমে আসবে।
আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশীদ খান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, যে রায় দেওয়া হয়েছে তাতে তারা সন্তোষ্ট নন। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।