Logo
Logo
×

সারাদেশ

শ্রমিকদের ইন্ধন, গাজীপুরে টিএনজেডের পরিচালক গ্রেফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

শ্রমিকদের ইন্ধন, গাজীপুরে টিএনজেডের পরিচালক গ্রেফতার

গাজীপুরে টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিচালককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বুধবার বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে জিএমপির বাসন থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. আব্দুল হালিম (৪৮)। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত শনিবার সকাল ৯টা হতে সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে।

এর জেরে ওই গ্রুপের ৫টিসহ আশপাশের অন্তত ৪৫টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে।

জিএমপির বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম