বিএনপি কার্যালয়ে হামলা, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
বগুড়ার ধুনট উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, মারপিট ও ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকনসহ সংগঠনের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের বিএনপি নেতা আবদুল খালেক মণ্ডলের ছেলে যুবদল নেতা এমদাদুল হক রনি মঙ্গলবার রাতে থানায় এ মামলা করেন।
পুলিশ রাতেই এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ইউনিয়ন সদস্য বেলাল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে।
ওসি সাইদুল আলম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান, বেলাল হোসেন মেম্বর প্রমুখ।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ২০২২ সালের ৩০ মে বেলা ১১টার দিকে ধুনট বাজারের বিএনপি দলীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে দোয়া মাহফিল চলছিল। এ সময় ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাই খোকনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাদীর হোটেল আরাফাতে ভাঙচুর ও নগদ টাকা লুট করে।
বাদী আরও উল্লেখ করেন, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় পুলিশ মামলাটি রেকর্ড করতে অপারগতা প্রকাশ করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় মামলাটি করা হয়েছে।
এদিকে মামলা দায়েরের পর পুলিশ এজাহারনামীয় আসামি কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আড়কাটিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ও ইউপি সদস্য বেলাল হোসেন মেম্বারকে গ্রেফতার করেছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, গ্রেফতার ইউপি সদস্য বেলাল হোসেনকে বুধবার আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।