Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগ নেতার নামে হাটের ইজারা, খাজনা তোলেন ছাত্রদল নেতা

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

ছাত্রলীগ নেতার নামে হাটের ইজারা, খাজনা তোলেন ছাত্রদল নেতা

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার নামে হাটের ইজারা থাকলেও ছাত্রদল নেতার খাজনার টাকা উত্তোলনের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করে হাট কমিটিকে সমাধান করার নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর হাটের ১৪৩১ সালের ইজারার জন্য টেন্ডার আহবান করা হয়। ৪০ হাজার টাকায় আস্কর হাটের ইজারা পান উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিঠুন কুমার বিশ্বাস। তিনি ওই ইজারার ৪০ হাজার টাকা নিজে পরিশোধ করে হাটের খাজনা বাবদ উত্তোলনকৃত টাকা দিয়ে হাটের দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ করার নির্দেশ দিয়েছিলেন হাট কমিটিকে।

১৪৩০ সালেও মিঠুন বিশ্বাস নিজের টাকায় ইজারা নিয়ে হাটের খাজনা উন্মুক্ত করে দিয়েছিলেন। আস্কর হাটে প্রতি সপ্তাহে শুক্রবার ও সোমবার দুই দিন ইজারাদারের পক্ষে হাকিম মোল্লা খাজনার টাকা উত্তোলন করে হাট কমিটির সাধারণ সম্পাদক অনাধী ওঝার কাছে জমা দেন। জমাকৃত টাকা দিয়ে আস্কর হাটে দুর্গা মন্দিরের নির্মাণ কাজ করা হয়।

চলতি বছরে সাত মাস টাকা উত্তোলন করে জমা রাখা হলেও সোমবার হাটের দিন টাকা উত্তোলনকারী হাকিম মোল্লাকে হুমকি-ধমকি দিয়ে খাজনার টাকা উত্তোলন করতে বাধা দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা বুলবুল হাওলাদার। তাদের ভয়ে হাকিম মোল্লা খাজনা উত্তোলন করেননি।

এ সময় ছাত্রদল নেতা বুলবুল হাওলাদারের নির্দেশে তার ছোট ভাই বায়েজিদ হাওলাদারসহ তিনজন আস্কর হাটের সোমবারের খাজনা টাকা উত্তোলন করে নিয়ে যায়। এ ঘটনা স্থানীয়রা বাগধা ইউনিয়ন চেয়ারম্যান ও আস্কর হাটের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টিকে জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না এ ঘটনা জানতে পেরে তিনি বাগধা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ফারুক আকনকে স্থানীয়ভাবে সমাধান করার নির্দেশ দেন।

ইউনিয়ন বিএনপির নেতা ফারুক আকন বলেন, আমি বুলবুল হাওলাদারকে ডেকে সোমবার হাট থেকে খাজনার উত্তোলনকৃত টাকা খাজনা উত্তোলনকারী হাকিম মোল্লার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি।

বাগধা ইউনিয়নের চেয়ারম্যান ও আস্কর হাটের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, ইজারাদারের প্রতি স্থানীয়দের ক্ষোভ থাকার কারণে এ ঘটনা ঘটেছে। হাট থেকে উত্তোলনকৃত খাজনার টাকা সরকারের রাজস্ব। তাই তাদের ফেরত দিতে বলেছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, আমি ঘটনা শুনে সরেজমিন গিয়েছিলাম। হাটের লোকজনের কথা শুনে স্থানীয়ভাবে সমাধান করার নির্দেশ দিয়েছি। 

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের সাবেক নেতা বুলবুল হাওলাদার বলেন, ভুল বোঝাবুঝির কারণে সোমবার আস্কর হাটের খাজনা উত্তোলন করা হয়েছিল। পরে খাজনার টাকা ফেরত দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম