Logo
Logo
×

সারাদেশ

চরফ্যাশনে হত্যার ৩ আসামি বগুড়া থেকে গ্রেফতার

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

চরফ্যাশনে হত্যার ৩ আসামি বগুড়া থেকে গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে সিরাজ হত্যা মামলার প্রধান আসামি বাবুলসহ তিনজনকে মঙ্গলবার বগুড়া থেকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বাকি দুই আসামি হলেন- বাবুলের মা সামর্থ ভানু ও তার স্ত্রী হাসনা বিবি। 

বুধবার গ্রেফতার তিন আসামিকে দুলারহাট থানায় সোপর্দ করা হবে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার অভি বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার তিনজন উপজেলার দুলারহাট থানার চরযমুনা গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

শাহরিয়ার অভি জানান, ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চরযমুনা ৪নং ওয়ার্ডে আলোচিত সিরাজ হত্যা মামলার প্রধান আসামি বাবুল, তার মা সামর্থ ভানু ও স্ত্রী হাসনা বিবিকে র‌্যাব-৮ ও র‌্যাব-১২ যৌথ অভিযান পরিচালনা করে বগুড়া জেলা সদর মালতিয়ানগর নাটাইপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। 

গত ৪ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চরযমুনা গ্রামের ৪নং ওয়ার্ডে ৮ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ বারেক, বাবুল, মন্নান ও সামর্থভানু গংদের অতর্কিতে হামলায় সিরাজ (৫৫) গুরুতর আহত হন। 

প্রতিবেশীরা সিরাজসহ অপর আহতদের হাসপাতালে আনার সময় পথে সিরাজ মারা যান। নিহতের ছেলে হাছনাইন জানান, হামলাকারীরা তার বাবাকে কাপড় কাটার কাচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

পরদিন নিহত সিরাজের ছেলে হাছনাইন বাদী হয়ে বাবুল, বারেক, সামর্থ ভানু, হাসনা বিবি, মাওলানা ফজুলল হক ও বিলকিস বেগমসহ মোট ছয়জনকে আসামি করে দুলারহাট থানায় একটি হত্যা মামলা করেন। ওই দিন দুলারহাট থানা পুলিশ মামলার দ্বিতীয় আসামি বাবুলের বাবা বারেককে গ্রেফতার করে আদালতে পাঠান। আদালত তাকে কারাগারে পাঠান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম