Logo
Logo
×

সারাদেশ

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলা ভাঙচুর, আহত ৫০

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলা ভাঙচুর, আহত ৫০

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২০টি বাড়ি-ঘর, ২টি দোকান ঘর ভাঙচুর, লুটপাট ও ১টি ইজিবাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ২টি গরু লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ১০ জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, উপজেলার ফতেপট্রি গ্রামের তারা মোল্যা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে মিজান মোল্লা গ্রুপের লোকজন তারা মোল্লা গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

ভুক্তভোগী সোবাহান খান জানান, মিজানুর মোল্যা, ফিরোজ খান, সুর্য্য মোল্যা, কিবরিয়া মোল্যাসহ শতাধিক লোক জমিজমার বিরোধের জেরে আমাদের ওপর হামলা চালায়। পরে তারা আমার বাড়িঘর, দোকান ঘর ভাঙচুর করে, আমার বাড়িতে থাকা দুটি গরু লুট করে নিয়ে যায়।       

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুই দলের নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম উজ্জল জানান, ফতেপট্টি গ্রামের তারা মোল্যা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছে। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনোপক্ষই থানায় মামলা করেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম