Logo
Logo
×

সারাদেশ

সাভারে আগুনে পুড়েছে পোশাকের গোডাউন, অসুস্থ মালিক হাসপাতালে

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম

সাভারে আগুনে পুড়েছে পোশাকের গোডাউন, অসুস্থ মালিক হাসপাতালে

ছবি: সংগৃহীত

সাভারে একটি তৈরি পোশাকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন মজিদপুর রোডে ইসলামিয়া ডেন্টাল অ্যান্ড চক্ষু হাসপাতালের একটি ভবনের তিনতলায় শামীম এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে। 

গোডাউন সম্পর্কে মালিকের স্বজন মাসুম মিয়া জানান, ওই গোডাউনে তৈরি পোশাক কিনে মজুত করতেন তিনি। আগুন লাগা দেখে গোডাউনের মালিক শামীম স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন হাসপাতালে রয়েছেন। প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।  

ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা। ওই ভবনের কবিরের মালিকানাধীন অংশের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম