হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে মহিলা ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের গার্নিংপার্ক, কোর্ট মসজিদসংলগ্ন এলাকা ও জেলা প্রশাসন কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন- রিমেশ্বর সরকার, তারমিন আহমেদ, মতিন, সাইফ, স্বপন মিয়া, আবুল কাশেম, ফেরদৌস, সুফলা আক্তার, ফজলে মাহমুদ, শ্যামল সূত্রধর, মাহিদ, ইমরান, রেজওয়ান আহমেদ, রিদয় আহমেদ, জিহাদুল ইসলাম, সোহেল মাহমুদ, স্মিতা রায়, সেলিম মিয়া, জিসান আহমেদ, হামিদুর রহমান।
আহতরা জানান, হঠাৎ করে একদল পাগলা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই দোকান পাট ও বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, কুকুরের কামড়ে যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ভ্যাকসিন নিতে হবে।