Logo
Logo
×

সারাদেশ

ভৈরবে দুই বংশের সংঘর্ষে আহত ২০

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

ভৈরবে দুই বংশের সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপি গ্রামে আবারও দুই বংশের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে সরকার বংশ ও কর্তা বংশের মধ্য পূর্বশত্রুতা ও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়।

এ সময় দেশীয় অস্ত্র দা, লাঠি, বল্লম, ইটপাটকেল নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে মাঠে নেমে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর এই গ্রামে দুপক্ষের সংঘর্ষে সরকার বাড়ির কাইয়ূম মিয়া (৪৫) নিহত ও অর্ধশত আহত হন। তার আগে গত ১৪ সেপ্টেম্বর দুপক্ষের সংঘর্ষে একই বংশ সরকার বাড়ির  ইকবাল মিয়া (২৯) নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

মৌটুপি গ্রামে সরকার বংশের নেতৃত্ব দেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সাফায়েত উল্লা এবং কর্তা বংশের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. তোফাজ্জল হক। এই গ্রামে ৫৪ বছর যাবত আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে ১৭ জন খুন হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশ। এছাড়া এসব ঘটনায় এ পর্যন্ত শতাধিক মামলায় আসামি হয়েছেন ৫-৭শ মানুষ। সংঘর্ষ বাধলেই তারা বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত তাদের দমন করতে পারে না।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম