Logo
Logo
×

সারাদেশ

আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন রিমান্ডে

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন রিমান্ডে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে তার শ্বশুর মঞ্জুরের বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদীর নেতৃত্বে চলা অভিযানে ফতুল্লা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে।

সাইফুল ইসলাম স্বপন সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সাইফুল ইসলাম স্বপন ছিলেন আড়াইহাজারের  সাবেক এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবুর অত্যন্ত কাছের লোক। সাইফুল ইসলাম স্বপন কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান।

সাইফুল ইসলাম স্বপন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের জহিরুল ইসলাম জহিরের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাফি বলেন, বুধবার দুপুর আড়াইটায় সাইফুল ইসলাম স্বপনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম