Logo
Logo
×

সারাদেশ

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৯ এর এইচ/৫ ব্লকের লার্নিং সেন্টারের সামনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-ক্যাম্প-৯ এর ব্লক-সি/২ এর বাসিন্দা মো. আজিজ (২২), ইকবাল হোসেন (২৫) ও মোহাম্মদ এনাম (১৯)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বলেন, ক্যাম্প কমান্ডার রাজন কুমার দাসের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি.) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (নি.) সুব্রত গোলদার ও এসআই (স.) ফরিদ আহম্মদসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

খন্দকার ফজলে রাব্বী আরও জানান, আটকদের এবং উদ্ধারকৃত আলামত পানবাজার পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম