Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল দাবি

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:১৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ঘণ্টাব্যাপী আয়োজিত এক মানববন্ধনে এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সুনামগঞ্জে রাজপথের প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে দুইজন বিভাগীয় সমন্বয়কের পছন্দের ব্যক্তিদের দিয়ে কমিটি করা হয়েছে। এখানে যারা আন্দোলনের উদ্যোক্তা, আন্দোলনে যোগ দিয়ে যারা আহত হয়েছে, যারা জেল খেটেছে তাদের কাউকেই কমিটিতে রাখা হয়নি।

আগামী শুক্রবারের মধ্যে ‘বিতর্কিত’ এ কমিটি বাতিল করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সুমেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইয়াকুব হোসেন, শরিফ আহমদ, রাজন আহমদ, তৌহিদুল ইসলাম, সাব্বির রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম