Logo
Logo
×

সারাদেশ

ইজিবাইক থেকে পড়ে ট্রাকে পিষ্ট নারী, বেঁচে গেল কোলে থাকা শিশু

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

ইজিবাইক থেকে পড়ে ট্রাকে পিষ্ট নারী, বেঁচে গেল কোলে থাকা শিশু

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পড়ে গিয়ে ট্রাকে পিষ্ট হয়ে নিহত হয়েছেন রোজিনা খাতুন (২৫) নামে এক নারী। এ সময় সঙ্গে থাকা তারই এক বছরের শিশু সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়।

নিহত রোজিনা খাতুন দিনাজপুরের বিরল পৌর এলাকার শংকরপুর মহল্লার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার এক বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ইজিবাইকযোগে বিরল থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন রোজিনা খাতুন। সকাল সাড়ে ১০টার দিকে তারা দিনাজপুর শহরের বালুবাড়ী শহিদ মিনার এলাকায় পৌঁছলে জোরে বাঁক ঘুরানোর সময় ইজিবাইক থেকে রাস্তায় পড়ে যান মা ও সন্তান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রোজিনা খাতুন। তবে ভাগ্যক্রমে তার কোলে থাকা শিশু সন্তানটি বেঁচে যায়।

এ ঘটনার পর দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম