Logo
Logo
×

সারাদেশ

জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা

বাগেরহাটে জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মঙ্গলবার শ্রমিক দল নেতা শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলায় করেন।

এ মামলা প্রধান আসামি করা হয়েছে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কার। এছাড়া মামলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। এছাড়া মামলায় আরও ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জয় বাংলা স্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের হামলায় গুরুত্বর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন।

এ সময় বিএনপি নেতাদের মারপিট শেষে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম