ভ্যানচালকের বাড়িতে তাঁতি দল নেতার আগুন, সংঘর্ষে নিহত ১
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা ভাকুড়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে উপজেলা তাঁতি দলের সভাপতিসহ তার পরিবারের বিরুদ্ধে মারপিট করে প্রতিপক্ষ ভ্যানচালকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি নিহত হন এবং ২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জলিল, খলিল ও ভ্যানচালক আব্দুল মালেকের সঙ্গে প্রতিবেশী আনছারুল ও তার ভাই তাঁতি দলের সভাপতি আরমান আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে।
এ ঘটনায় সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় আরমান আলী তার প্রতিবেশী প্রতিপক্ষ আব্দুর রশিদকে মারপিট করেন এবং অন্তঃসত্ত্বা মামুনি আক্তারের পেটে লাথি মেরে আহত করেন। এছাড়াও আরমান আলীর বড় ভাই আনছারুলসহ তার পরিবারের লোকজন ওই ভ্যানচালক আব্দুল মালেকের স্ত্রী লিলি বেগমকে পিটিয়ে আহত করে। পরে তারা ওই ভ্যানচালক আব্দুল মালেকের বাড়িতে আগুন দেয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
এতে আহত আব্দুর রশিদসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার আব্দুর রশিদকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মকলেসুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে তাঁতি দলের সভাপতি আরমান আলী সব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
পীরগঞ্জ থানার ওসি বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, হাসপাতাল থেকে আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।