নাটোরের লালপুরে গরুকে খাবার দেওয়ার সময় রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গোখরো সাপের বাচ্চা কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান। তবে তাকে কামড়ানো সেই সাপটিকেও ধরে সঙ্গে করে নিয়ে যান ওই কৃষক।
মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রফিকুল একই গ্রামের মৃত করিম প্রামাণিক ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল গরুকে খাবার দেওয়ার সময় ধানের খড়ের মধ্যে থাকা গোখরো সাপ তার হাতের আঙুলে কামড় দেয়। পরে তিনি বিষয়টি বুঝতে পারলে সাপটি ধরে বালতির মধ্যে আটকে রাখেন। এরপর সঠিক চিকিৎসা পেতে কী সাপ কামড় দিয়েছে- এমন প্রশ্নের সম্মুখীন হতে পারেন; সেই ভাবনা থেকে জীবন্ত সাপটিকে বালতির ঢাকনা আটকিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা বলেন, আক্রান্ত রোগীকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।