Logo
Logo
×

সারাদেশ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদ্রাসাছাত্র হাসান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিয়াপুকুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শামীম, আব্দুল খালেকের ছেলে একরামুল হক ও বিনধারা গ্রামের ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের আবু বক্করের ছেলে হাসান বগুড়ায় একটি মেসে (ছাত্রাবাস) থেকে সেখানকার এক মাদ্রাসায় লেখাপড়া করতেন। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। ঈদ উপলক্ষে হাসান জয়পুরহাটের পাঁচবিবির পবাহার গ্রামে তার নিজ বাড়ি এলে ওই মোবাইল ফোনের ঘটনার জেরে ২০১১ সালের ৯ নভেম্বর রাতে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পর দিন সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের বোন মুনিরা বেগম বাদী হয়ে ২০১২ সালের ৮ জানুয়ারি মামলা দায়ের করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম