Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (২৪) গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয় শর্টগান এবং ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার সৈয়দুল আমিন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক এল/১৮-এর বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

পুলিশ সুপার জানান, সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ওই ব্লকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় শর্টগান, ৪ রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ এবং প্যান্টের পকেটে থাকা ২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

গ্রেফতার সৈয়দুল আমিনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলা এবং ২টি পুলিশ এসল্ট মামলা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম