Logo
Logo
×

সারাদেশ

পলাশে কৃষকের দেড় বিঘা জমির শিমগাছ কর্তন

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:৩৮ এএম

পলাশে কৃষকের দেড় বিঘা জমির শিমগাছ কর্তন

নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক কৃষকের দেড় বিঘা জমির শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভূইয়ার জমির এসব গাছ কেটে ফেলা হয়। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষক মোহন চাঁন জানান, সোমবার সকালে তিনি জমিতে পরিচর্যা করতে এসে বাগানের দেড় বিঘা জমির সব শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি জানাতে এলাকাবাসীকে খবর দেন। রাতের আঁধারে কে বা কারা তার সিমগাছগুলো কেটে ফেলে। বাগানের প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় ধারদেনা করে গাছগুলো রোপণ করেছিলেন বলে জানান তিনি। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, শিমগাছ কেটে ফেলার সংবাদ পেয়েছি। কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।

পলাশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম