সাভারে দেলোয়ার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন গ্রেফতার ১
যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
সাভার মডেল থানার উত্তর মেইটকা এলাকার চাঞ্চল্যকর শ্রমিক দেলোয়ার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে মূল হোতা সোহেলকে (২০) গ্রেফতার করেছে র্যাব-৪।
রোরবার রাতে ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের ক্লুলেস দেলোয়ার (১৯) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে হত্যাকাণ্ডের মূল হোতা সোহেলকে (২০) গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম পেশায় একজন ভ্যান চালক। ৩১ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরের খাওয়া শেষে কর্মস্থলে যাওয়ার সময় সাভার মডেল থানাধীন ঝাউচর উত্তরপাড়া সাকিনস্থ স্বপন সাহেবের কেমিক্যাল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে পৌঁছানো মাত্র কতিপয় ব্যক্তি ভিকটিমকে মারধর করে। পরবর্তীতে ভিকটিম বাসায় এসে তার পরিবারকে জানালে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। ওইদিন বিকাল ৪টার পরে ভিকটিম দেলোয়ার বাসা হতে বের হয়ে কর্মস্থলের উদ্দেশ্যে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে তেঁতুলঝোড়া ইউনিয়ন উত্তর মেইটকা সাকিনস্থ এমবিএম ইটভাটার উত্তর পাশে তার অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া যায়।
গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পূর্বশক্রতা ও নারীঘটিত কারণে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৩১ অক্টোবর ভিকটিমকে বাসা হতে ডেকে নিয়ে সাভার মডেল থানাধীন ঝাউচর উত্তরপাড়া সাকিনস্থ বালুর মাঠে চাকু দিয়ে ভিকটিমের গলায় পোচ দিয়ে মৃত নিশ্চিত করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় সাভার পুলিশ।