Logo
Logo
×

সারাদেশ

আশুগঞ্জ বন্দরে নৌপরিবহণ উপদষ্টো

কার্গো টার্মিনাল নৌপথে বাণিজ্যের প্রসার ঘটাবে

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

কার্গো টার্মিনাল নৌপথে বাণিজ্যের প্রসার ঘটাবে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নেৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদষ্টো ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার দুপুরে নেৌবন্দরে কার্গো টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিশ্বব্যাংকের অর্থায়নে নেৌবন্দরে নতুন কার্গো টার্মিনাল নির্মাণ করছে বিআইডবি্লউটিএ। নতুন এই টার্মিনালে ৩টি জেটি ও স্টোরেজ শেডসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। আগামী বছর প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নৌ উপদষ্টো বলেন, কার্গো টার্মিনাল নির্মাণের জন্য আশুগঞ্জ নৌবন্দরকে হাব হিসাবে নির্বাচন করা হয়েছে। আগে এটি পরিপূর্ণ বন্দর ছিল না। টার্মিনালটি নির্মিত হলে নেৌপথে বাণিজ্যের আরও প্রসার ঘটবে। এখানে সাইলোসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান আছে। এটি বাংলাদেশের একটি হাব।

এ সময় উপদষ্টোর সঙ্গে বিআইডবি্লউটিএ'র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, আশুগঞ্জ কার্গো টার্মিনাল প্রকল্পের পরিচালক আইয়ূব আলী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবেদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। 







Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম