নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১৯ রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বিওপির ২০০ মিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্র“ পশ্চিমকুল নামক স্থান মিয়ানমার থেকে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করে বিজিবি।
একই দিন বেলা ২টায় আটকের পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফের মিয়ানমার অভ্যন্তরে তাদের পুশব্যাক করা হয়। তার সবাই মিয়ানমার রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজারের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
তারা জানায়, ৯ নভেম্বর থেকে আকিয়াব জেলার বিভিন্ন এলাকায় সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্রাণ রক্ষার্থে তারা (রোহিঙ্গারা) সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে।