প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আরও ৩ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।
আহতরা হলেন-একই গ্রামের মৃত মাসিম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার ছেলে দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া।
আহতদের গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসাপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফর হোসেন বলেন, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশা-ভ্যান যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ রিকশা-ভ্যানটির প্যাডেল ভেঙে গেলে যাত্রীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় পেছন দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত ও অন্যরা আহত হন। দ্রুত পালিয়ে যাওয়ায় কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।