Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর স্ত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় মশিউর রহমান শান্ত (৪৯) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী নারী। তিনি আখাউড়া পৌরশহরের খরমপুর গ্রামে তার বাড়ি।

গত বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ সালের ৮(১) ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আসামিকে হাজির করা হয়। আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।

মশিউর রহমান শান্ত পৌরশহরে মসজিদ পাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। আসামি তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও সম্মানহানির ভয় দেখিয়ে ভিডিও কলে কথা বলাতে বাধ্য করত। পরে আসামি ভিডিও কলের স্ক্রিনশট ডিজিটাল কারসাজির মাধ্যমে পর্নোগ্রাফিতে রূপান্তর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগী ওই নারী মশিউর রহমান শান্তকে আসামি করে ২০২২ সালের ২১ জুন আখাউড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় মশিউর রহমান শান্তকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।

বাদী পক্ষের আইনজীবী মো. মনির হোসেন জানান, আখাউড়া থানায় দায়ের করা ২৩/১৫১ পর্নোগ্রাফি মামলাটি দীর্ঘ শুনানির পর ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত বৃহস্পতিবার আসামি মশিউর রহমান শান্তকে ২ বছরের সাজা প্রদান করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম