রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দি চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যায়নী পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
আটক ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। তিনি যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে।
পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে আমাদের পূজামণ্ডপে পাহারায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক প্রতিমা কার্তিকের মাথা ভেঙে ফেলেন। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তিরা মিলে তাকে আটক করে বালিয়াকান্দি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমাদের পূজা ভাঙা প্রতিমায় হয় না। কারণ প্রতিটি প্রতিমাকে প্রাণপ্রতিষ্ঠা করা হয়। মহানবমী তিথি অনুযায়ী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমাদের মণ্ডপে এখন কিভাবে পূজা করব সেটা নিয়ে শঙ্কায় আছি।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, স্থানীয়রা থানায় প্রতিমা ভাঙচুরের একটা ঘটনার খবর দিলে আমি নিজে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।