
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১০:১৩ এএম
বিএনপির অফিস পোড়ানোর মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

আরও পড়ুন
নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও যুবদলের কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক মেয়র আব্দুল বারেক সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে তাকে পৌরসভার মৌখাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুল বারেক সরদার বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া মহল্লার মৃত আব্দুস সোবহান সরদারের ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আব্দুল বারেক সরদারকে মৌখাড়া এলাকায় পৌর বিএনপি ও যুবদলের কার্যালয় পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।