Logo
Logo
×

সারাদেশ

সংবিধান প্রশাসন বিচার ও শাসন বিভাগের মৌলিক সংস্কার চান গোলাম পরওয়ার

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

সংবিধান প্রশাসন বিচার ও শাসন বিভাগের মৌলিক সংস্কার চান গোলাম পরওয়ার

শেখ হাসিনা পালিয়ে গিয়েও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আগস্ট বিপ্লবের পর গত তিন মাসে পতিত শেখ হাসিনা প্রতিবিপ্লবের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। ৫ আগস্টের চেতনায় জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই অপশক্তিকে আমরা মোকাবেলা করব।

রোববার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ সব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠিত হয়েছে; কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু স্থানে সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, শাসন বিভাগ, সংবিধান ও প্রশাসনের মৌলিক সংস্কার ছাড়া সামনে এগোনো সম্ভব না। 

এ সময় খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, অধ্যাপক মাহফুজুর রহমান, মাওলানা এমরান হোসাইন, শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, মুন্সি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত খুলনা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য কর্মকর্তাদের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পাঠানো তিন লাখ টাকা হস্তান্তর করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম