Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরগঞ্জে সাবেক এমপিসহ ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা, তদন্ত শুরু

Icon

ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ (প্রতিনিধি)

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

ঈশ্বরগঞ্জে সাবেক এমপিসহ ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা, তদন্ত শুরু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাবেক এমপিসহ ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত শুরু হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক চিঠিতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়- ঈশ্বরগঞ্জের ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধা তালিকা হতে বাদ দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্তপূর্বক ১৫ কর্ম-দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ঈশ্বরগঞ্জের ইমাম উদ্দিন নামে একজন মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, এ উপজেলায় সাবেক এমপিসহ ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন- ২০১৭ সালে যাচাই-বাছাইকালে ওই ৬৫ জন কেউ কেউ ‘খ’ ও ‘গ’ তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে তৎসময়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও জামুকা ও মন্ত্রণালয়ের অসাধু কর্মচারীদের সহযোগিতায় তাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়। ওই অভিযোগকারী মুক্তিযোদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬৫ জনের মধ্যে ১ জন সাবেক এমপিও রয়েছেন।

রোববার এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সঙ্গে কথা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ১১ নভেম্বর সোমবার তার কার্যালয়ে অভিযুক্ত সব মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম